সৈয়দপুরে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বুধবার (২৭ জুলাই) বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫১তম জন্মবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
এ উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়। এ সব কর্মসূচির মধ্যে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ, কেক কাটা, আনন্দ র্যালি, আলোচনা সভা ও অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ।
সকালে সৈয়দপুর শহরের শহীদ তুলশীরাম সড়কে আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এর ৫১তম জন্মবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিন, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার একেএম রাশেদুজ্জামান রাশেদ, সাধারণ সম্পাদক মহসিনুল হক মহসিন, পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম বাবু, আওয়ামী লীগ নেতা অধ্যাপক সাখাওয়াৎ হোসেন খোকন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক নেতা মিজানুর রহমান লিটন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সৈয়দপুর পৌর শাখার সভাপতি মহসিন মন্ডল মিঠু ও সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর বেলাল আহমেদসহ আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ কার্যালয় চত্বরে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিনের নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আজমল হোসেন, মহিলা আওয়ামী লীগের সভাপতি সানজিদা বেগম লাকীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় শহরের বিমানবন্দর সড়কে স্থানীয় ডাক বাংলোয় অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: