সৈয়দপুরে ট্রেনের টিকিট কালোবাজারি ও রেলের দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন
নীলফারীর সৈয়দপুরে ট্রেনের টিকিট কালোবাজারি, রেলওয়ে কারখানায় অনিয়ম দুর্নীতি, রেলের মূল্যবান ভূ-সম্পদ গ্রাসকারী দূর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবিতে এবং রনির ছয় দফা দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে মানববন্ধন করা হয়েছে।
বুধবার সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় সংলগ্ন উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনের সড়কে ওই মানববন্ধন করা হয়।
সৈয়দপুরের সচেতন নাগরিক সমাজের ব্যানারে বেলা ১১ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি- পেশার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বাংলাদেশের ওয়ার্কাস পার্টির স্থানীয় শাখার নেতা রুহুল আলম মাস্টার, আওয়ামী লীগ নেতা কাজী মো. রাশেদ, কৃষক লীগ নেতা জয়নাল আবেদীন, সাংবাদিক জিকরুল হক ও মোতালেব হোসেন হক প্রমুখ।
রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মহিউদ্দিন রনির প্রতিবাদী কর্মসূচির সঙ্গে একাত্মতা জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন, সৈয়দপুর স্টেশনে ট্রেনের টিকিট কালোবাজি, রেলওয়ের মূল্যবান ভূ-সম্পত্তি, বাংলো ও কোয়ার্টার অবৈধভাবে দখলসহ নানা অনিয়ম দুর্নীতি তুলে ধরে বক্তব্য দেন। আর এ সব অনিয়ম ও দূর্নীতি বন্ধ করাসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবি জানানো হয়। সেই সঙ্গে মানববন্ধনে বক্তারা রেলওয়ে অব্যবস্থাপনা ও অনিয়ম দুর্নীতি বন্ধে রেলওয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষসহ সরকার প্রধান তথা প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: