শাজাহানপুরে ইউসিসিএ লিঃ নির্বাচনে চেয়ারম্যান হলেন ভিপি এম সুলতান আহম্মেদ
বগুড়ার শাজাহানপুরে উপজেলা পল্লী উন্নয়ন সমিতির ইউ সি সি এ লিঃ এর ব্যবস্থাপনা কমিটির তৃ-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা পল্লী উন্নয়ন সভা কক্ষে বিশেষ সাধারণ সভার মধ্যে দিয়ে ব্যবস্থাপনা কমিটির এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দিতায় আবারো ইউ সি সি এ লিঃ এর চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন শাজাহানপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদ,ভাইস চেয়ারম্যান পদে নজরুল ইসলাম,পরিচালক পদে রেজাউল করিম খান মোহাব্বত,মোল্লা আবুল কালাম আজাদ, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবদুর রহমান,আইয়ুব আলী ও আজিজুর রহমান।
নির্বাচনে বিজয়ীরা আগামী তিন বছরের জন্য উপজেলা পল্লী উন্নয়ন কেন্দ্রীয় সমিতির এর ইউ সি সি এ লিঃ দাযিত্ব পালন করবেন।
নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার কাজী ফাতেমা তুজ জোহরা আনুষ্ঠানিকভাবে এই ফলাফল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ছানোয়ার হোসেন,নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান রেজা ও সহকারী শিক্ষা অফিসার ওয়াহিদুর রহমান সহ ইউ সি সি এ লিঃ সদস্যবৃন্দ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :