সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ মাদকসেবীর কারাদন্ড
নীলফামারীর সৈয়দপুরে প্রকাশ্যে মাদকসেবন করার দায়ে ৫ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন ওই দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্তদের গতকালই নীলফামারী কারাগারে পাঠানো হয়েছে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জায়েদ আল জাফরীর নেতৃত্বে সৈয়দপুর শহরের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে শহরের হাতিখানা কবরস্থান, অফিসার্স কলোনী, ভাই ভাই নার্সারী ও ফাইভ স্টার মাঠ এলাকা থেকে প্রকাশ্যে মাদকসেবন করা অবস্থায় পাঁচ মাদকসেবীকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মাদকসেবনে দায়ে তাদের প্রত্যেককে পৃথক পৃথক মেয়াদে কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শামীম হুসাইন।
দন্ডপ্রাপ্তরাা হচ্ছে, শহরের বানিয়াপাড়া এলাকার মৃত. দেলোয়ারের পুত্র মাসুম (২০), একই এলাকার মৃত. ইব্রাহীমের পুত্র আজাদ (২৭), আব্দুল মজিদের পুত্র রবিউল ইসলাম (২৬), অফিসার্স কলোনী এলাকার আলমের পুত্র রাজু (৩১) ও মুন্সিপাড়া এলাকার হায়দার আলীর পুত্র আকবর আলী (১৯)। পরে এদের মধ্যে রাজু, আজাদ ও আকবর আলীকে ১৫ দিন করে, মাসুমকে ৭ দিন ও রবিউল ইসলামকে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
নীলফামারী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, মাদক নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: