সৈয়দপুরে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে
নীলফামারীর বাণিজ্য প্রধান শহর সৈয়দপুরে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ছাউনির ঢেউটিন কেটে চুরির ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে করে শহরের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান চুরির ভয়ে আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন। তারা রাতের বেলা শহরে টহল পুলিশের প্রহরা বাড়ানো দাবি জানিয়েছেন।
সর্বশেষ গত বুধবার রাতে শহরের কুন্দল এলাকায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মার্কেটে একটি ব্যবসায়িক কার্যালয়ের ছাউনির ঢেউটিন কেটে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। ওই দিন মার্কেটে থাকা সৈয়দপুর উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম-আহবায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী ভিপি মোস্তফা ফিরোজের ব্যবসায়িক কার্যালয় চুরি যায়। ঘটনার দিন রাতে চোরেরা সৈয়দপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মার্কেটস্থ মোস্তফা ফিরোজের ব্যবসায়িক অফিসের ছাউনির ঢেউটিন ও প্লাষ্টিকের সেলিং খুলে ভেতরে প্রবেশ করে। এরপর ওই অফিস ঘরে থাকা ব্যবসায়ী মোস্তফা ফিরোজের একটি মূল্যবান ল্যাপটপ, একটি কম্পিউটারের প্রিন্টার্স ও টেবিলের ড্রয়ারে রক্ষিত নগদ কিছু টাকা চুরি করে নিয়ে যায়। প্রতিদিনের মতো ব্যবসায়ী মোস্তফা ফিরোজ গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ব্যবসায়িক অফিস খুলে তাঁর অফিস চুরির বিষয়টি টের পান। রাতেই চুরির বিষয়টি সৈয়দপুর থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম ব্যবসা প্রতিষ্ঠানের চুরির সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, ওই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চুরির সাথে জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।
এর আগে একই কৌশলে গত ১৭ জুলাই রাতে শহরের কেন্দ্রস্থল তামান্না সিনেমা হল মোড়ের মেসার্স মন্ডল ট্রেডার্স ও মেসার্স আর . এস এন্টারপ্রাইজ এবং ৩ জুলাই রাতে শহরের শহীদ জহুরুল হক সড়কের মেসার্স বারী এন্ড ব্রাদার্স নামের সার ও কীটনাশকের দোকান চুরি যায়। কিন্তু আজ অবধি ওই চুরির ঘটনার কোন ক্লু উদ্ধার কিংবা কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: