সৈয়দপুরে সাংবাদিক তন্ময় মল্লিকের মায়ের ইন্তেকাল
নীলফামারীর সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার বাসিন্দা স্থানীয় সাংবাদিক তন্ময় মল্লিকের মা জয়নাব বিবি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি . . . রাজিউন)।
তিনি গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টায় সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মৃতুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি দুই ছেলে, দুই মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্যক আত্মীয়-স্বজন, শুভাঙক্ষাকী ও বহু গুনগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার (২৯ জুলাই) বাদ জুম্মা সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাজার নামাজে শহরের সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। পরে মরহুমাকে সৈয়দপুর শহরের হাতিখানা কবরস্থানে দাফন করা হয়েছে।
মরহুমা জয়নাব বিবি ছিলেন সৈয়দপুর রেলওয়ে কারখানা’র ক্যারেজ সপ’র অবসরপ্রাপ্ত কর্মচারী মরহুম আসগার আলী’র স্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আসলাম মল্লিকের মা।
তাঁর মৃত্যৃতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ আলহাজ্ব মো. আব্দুল গফুর সরকার, সদস্য সচিব শাহীন আকতার, যুগ্ম -আহ্বায়ক এ্যাড. এস এম ওবায়দুর রহমান, প্রভাষক শওকত হায়াত শাহ, শফিকুল ইসলাম জনি, সামসুল আলম, সদস্য আব্দুল খালেক, জাতীয়তাবাদী যুব দলের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি আনোয়োর হোসেন প্রাং ও সাধারণ সম্পাদক তারিক আজিজ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু ও সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, ছাত্রদলের সৈয়দপুর সাংগঠনিক জেলা শাখার সভাপতি রেজওয়ান আক্তার পাপ্পু, সৈয়দপুর পৌরসভা সাবেক কাউন্সিলর আনিছ আনসারী, সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর সাহিদা আনিছ, সাংবাদিক এম আল আলম ঝন্টু, জসিম উদ্দিন, মিজানুর রহমান মিলন, তোফাজ্জল হোসেন লুতু প্রমূখ শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: