পার্বতীপুরে ছোট যমুনা নদীতে ডুবে চতুর্থ শ্রেণির ছাত্রের মৃত্যু
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ভিতর দিয়ে প্রবাহিত ৫১ ছোট যমুনা নদীতে ডুবে আলামিন নামে চতুর্থ শ্রেণির এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৯ জুলাই) দুপুর ১২ টা ৪৫ মিনিটে এই ঘটনাটি ঘটেছে।
জানা গেছে,ঘটনার দিন দুপুরে আলামিন সহ তার চার বন্ধু ছোট যমুনা নদীর ধারে বল খেলতে যায় খেলার সময় হঠাৎ তাদের বলটি নদীতে পড়ে যায়। সে সময় তারা বলটি তুলতে গিয়ে তিনজন নদীতে ডুবে যায়।ঘটনাটি দেখে স্থানীয় পোল্লাদ, রানা এবং আলতাব হোসেন তিনজনে নদীতে ঝাঁপ দেয় তাদের উদ্ধারের জন্য। কিন্তু তারা দু'জনকে জীবিত উদ্ধার করলেও আলামিনকে জীবিত উদ্ধার করতে পারেনি। সে নদীতে ডুবে মারা যায়।
নদীতে পড়ে মৃত আলআমিন পার্বতীপুর উপজেলার বড়হরিপুর মেরেয়া গ্রামের আনোয়ার হোসেনের ২য় পুত্র। সে স্থানীয় ব্রাইটেন রেসিডেন্সিয়াল মডেল স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে।
আলামিনের মৃত্যু সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার গ্রামে ও পরিবারে চলছে শোকের মাতম।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ