আজ বিশ্ব বাঘ দিবস
প্রতি বছরের মতো এবারো সমগ্র বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস। ২০১০ সালে সেণ্ট পিটার্সবার্গে এই দিবসের সূচনা থেকে শুরু করে প্রতি বছর ২৯ জুলাই বিশ্ব বাঘ দিবস হিসেবে পালন করা হয়। "বাঘ আমাদের অহংকার, রক্ষার দায়িত্ব সবার" এই প্রতিপাদ্যেক সামনে রেখে বগুড়া সাতমাথায় শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ( তীর) এ উদ্যোগে একটি বর্নাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন তীরের উপদেষ্টা জনাব মোঃ জিয়াউর রহমান , দপ্তর সম্পাদক মোঃ সোহাগ,সহ-প্রচার সম্পাদক অমিত শাহা, মোঃ তাইফুল ইসলাম, মাসফী সহ তীরের সদস্য বৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন আহসান হাবীব তালুকদার কোষাধ্যক্ষ বিবিসিএফ, মোঃ ফজলুর হক বাবলু অনুষ্ঠানে বক্তারা বলেন এই দিবস পালনের মুখ্য উদ্দেশ্য হল বাঘের প্রাকৃতিক আবাস রক্ষা করা এবং বাঘের সংরক্ষণের জন্য সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টি করা।
এ বছরেও বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে এই দিবস পালন করা হচ্ছে। শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন তীর প্রতি বছর মতো এবারো দিবসটি বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পাৱন করছে।

প্রেস বিজ্ঞপ্তি