সৈয়দপুরে নতুন ভোটারদের ছবি তোলার কাজ শুরু
নীলফামারীর সৈয়দপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম - ২০২২ উপলক্ষে নতুন ভোটারদের ছবি তোলার কাজ শুরু হয়েছে। গত ২৭ জুলাই থেকে এ ছবি তোলার কাজ চলছে। চলবে আগামী ১৩ আগস্ট পর্যন্ত।
গত ২৭ ও ২৮ জুলাই সৈয়দপুর উপজেলার ৫ নম্বর খাতামধুপুর ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলা হয়। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গত ২৭ জুলাই ইউনিয়নের ৬ নম্বর থেকে ৯ নম্বর ওয়ার্ডের এবং ২৮ জুলাই ১ নম্বর ওয়ার্ড থেকে পাঁচ নম্বর ওয়ার্ড পর্যন্ত নতুন ভোটারদের ছবি তোলা হয়েছে।
আর উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নে আজ ৩০ জুলাই থেকে নতুন ভোটারদের ছবি তোলা কাজ শুরু হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১ আগষ্ট পর্যন্ত চলবে নতুন ভোটারদের এ ছবি তোলা কাজ চলবে। আর ২ আগস্ট থেকে ৭ আগস্ট পর্যন্ত উপজেলার চার নম্বর বোতলাগাড়ী, ৮ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়নে এবং আগামী ১১ আগস্ট ও ১৩ আগস্ট উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের নতুন ভোটারদের ছবি তোলা হবে।
সৈয়দপুর উপজেলা নির্বাচন অফিসার মো. রবিউল আলম জানান, গত ১ জুলাই থেকে নীলফামারীর সৈয়দপুর উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম - ২০২২ শুরু হয়। গত ২৪ জুলাই পর্যন্ত তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করেন। যাদের জন্ম তারিখ বিগত ২০০৭ সালের ১ জানুয়ারির পূর্বে তারা নতুন ভোটার তালিকায় নাম অন্তর্ভূক্ত করে ছবি তোলার সুযোগ পাবেন।
নির্বাচন অফিসার উপজেলায় নির্ধারিত সময়ের মধ্যে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নতুন ভোটারদের ছবি তোলা কাজ সম্পন্নের জন্য সংশ্লিষ্ট ইউনিয়নের জনপ্রতিনিধিসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: