পার্বতীপুরে তেলবাহী গাড়ী লাইনচ্যুত, ৪ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ
দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে জংশনে তেলবাহী গাড়ী লাইনচ্যুত হওয়ায় ৪ ঘন্টা ঘরে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকার পর আবারও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
জানা গেছে, পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে পেট্রোলিয়াম কর্পোরেশনের রেলহেড ডিপোতে খুলনা থেকে আসা তেলবাহী গাড়ীর তিনটি টেংকির ৮টি চাকা লাইনচ্যুত হয়। ফলে ওই লাইনে ৪ ঘন্টা ধরে ট্রেন চলাচল বন্ধ ছিল। লাইনচ্যুত তেলবাহী গাড়ি উদ্ধারের আবারও ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। আজ শনিবার (৩০ জুলাই) সকাল ৯টা ৪৫ মিনিটে রেল স্টেশন থেকে পুরাতন কেবিন সংলগ্ন ৪ নম্বর লাইনের এই দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় জংশনের ৩ নম্বর ও ৪ নম্বর রেল লাইনের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ব্রড গেজের ১ নম্বর ও ২ নম্বর ও মিটার গেজ দিয়ে ট্রেন চলাচল করে।
শুক্রবার রাতে খুলনা থেকে আসা ২৪টি তেলবাহী বিটিও পার্বতীপুর রেলওয়ে ষ্টেশনের পৌছায়। শনিবার সকাল ৯টা ৪৫ মিনিটে ২৪টি তেলবাহী বিটিও নিয়ে পেট্টোলিয়াম কর্পোরেশনের পার্বতীপুর রেলহেড ডিপোতে যাওয়ার পথে ৩টি বিটিওর ৮টি চাকা লাইনচ্যূত হয়। তেলবাহী বিটিও নং ৪১০২৪, ৪১০১০, ৪১০৩১ চাকা লাইনচ্যূত হয়। ঘটনার পর বিলম্বে উদ্ধারকারী রিলিফ ট্রেন পার্বতীপুর লোকোসেড থেকে ঘটনাস্থলে পৌছায়। দীর্ঘ প্রচেষ্টার পর দুপুর ২টা ১৫ মিনিটে লাইনচ্যুত তেলবাহী গাড়ী উদ্ধার করা হলে ওই পথে আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ব্যাপারে সহকারী নির্বাহী প্রকৌলশলী (এইএন) পার্বতীপুর আবু জাফর মোঃ রাকিব হাসানের সাথে মুঠোফোনে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধি ঃ