শিবগঞ্জে লোডশেডিং ও তীব্র গরমে কদর বেড়েছে হাত পাখার
বগুড়ার শিবগঞ্জে ২৪ ঘন্টায় নির্ধাতি ২ ঘন্টা লোডশেডিং থাকার হওয়ার কথা থাকলেও ডিজিলের সংকটের কারণে দেশের বেশির ভাগ জ¦ালানি নির্ভর বিদ্যুৎ কেন্দ্র কাংক্ষিত বিদ্যুৎ উপপাদন করতে পারছে না। উৎপাদন স্বল্পতার কারণে দেশ ব্যাপী বিদ্যুৎ চাহিদার তুলনায় উৎপাদন কম হওয়ায় দেখা দিয়েছে বিদ্যুৎ সংকট। এর কারণে শিবগঞ্জে চলছে ২ ঘন্টার অধিক সময় লোডশেডিং। শ্রাবণের শেষ মুর্হূতে কাক্ষিত কাঙ্খিত বৃষ্টির দেখা মেলেনি এখানো। ভাদ্রের আগমনে তালপাকা গরমের জানান দিচ্ছে প্রকৃতি। সেই সাথে বেড়েছে অনির্ধাতি লোডশেডিং। আর একারণে ঝাপসা গরমে বেড়েছে তালপাখার কদর।
শিবগঞ্জ উপজেলা উত্তরাঞ্চলের মধ্যবর্তী কৃষি স্বনির্ভর একটি এলাকা। উপজেলায় বেলেদোয়াশ, এটেল ও লাল মাটি মিশ্রিত এলাকা হওয়ায় মাটিতে সারা বছর পর্যাপ্ত পানি জমে থাকেনা। এ এলাকা দিয়ে বয়ে গেছে এক সময়ের খরশ্রোতা করতোয়া নদী এর শাখা হিসাবে প্রবাহিত হয়েছে গাংনই ও নাগর নদের। কালের বিবর্তনে হারিয়ে ফেলেছে নদীগুলো তার নব্যতা। ভরাবর্ষা মৌসুমে দেখা দিয়েছে বৃষ্টির স্বল্পতা। এলাকা ভ্িকত ভিত্তিক কিছু এলাকায় মাঠে পানি জমে থাকলেও রোদ মেঘের খেলায় বৃষ্টি না হওয়ায় আবহাওয়ার বিরুপ প্রতিক্রিয়ায় এলাকায় বেড়েছে গরমের তীব্রতা। সেই সঙ্গে দেখো দিয়েছে বিদ্যুৎ সংকটের কারণে লোডশেডিং। এ অবস্থায় তীব্র রমের কাণে বেড়েছে তালপাকার কদর।
ফাল্গুন থেকে ভাদ্র এ সাত মাস আমাদের দেশে অধিক গরম অনুভূত হয়। প্রচন্ড গরমে স্নিগ্ধ শীতল বাতাসের পরশ পেতে এলাকার মানুষরা কিনছেন তাল পাখা। শনিবার দূপূরে কথা হয় মহাস্থান মাজার এলাকার হাতপাখা ব্যবসায়ী ছলেমানের সঙ্গে তিনি বলেন, বগুড়ার টেংড়া, দুপচাঁচিয়া, গোবিন্দগঞ্জের ফাসিতলা ও কুমিলা থেকে ৭-১৫ টাকা দরে তালপাখা কিনে আনি। তাল গাছ কমে যাওয়ায় এবং কাঁচামালের যোগান না থাকায় পর্যাপ্ত হাতপাখা তৈরি করা সম্ভব হচ্ছে না। বুড়িগঞ্জ হাটের পাখা বিক্রেতা নাছির প্রামানিক বলেন, বর্তমান প্রতিটি তালপাখা, সূতার পাখা ও কাপড়ের গড়ে ১৫-৩০টাকা করে বিক্রি করি। গরম মৌসুমে গড়ে দৈনিক ৫০-৩০০টি হাতপাখা বিক্রি হয়। সে হিসেবে দৈনিক সাত হাজার টাকার হাতপাখা বিক্রি করি। বর্ষার শেষে শরতের আগমনের বার্তা নিয়ে প্রকৃতি বদলাচ্ছে তার রূপ। শেষ মুহূর্তে গরমের তীব্রতা ও লোডশেডিং বাড়ায় হাত পাখার চাহিদা বেড়েছে। আর এক মাস চলবে তালপাখার ব্যবসা।

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ