শাজাহানপুর সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় সারা দেশের ন্যায় বগুড়া জেলার শাজাহানপুর উপজেলায় সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
"গাছ লাগান, পরিবেশ বাঁচান" স্লোগানকে সামনে রেখে শনিবার দিনব্যাপী জোড়া এমদাদিয়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়েছে ।
বৃক্ষরোপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জোড়া এমদাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাজনীন নিপা, শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল্লাহ নোমান,সি: সহ-সভাপতি আল মাহমুদ,সহ সভাপতি, রাকিবুল ইসলাম, সাধারণ সম্পাদক আসলাম হোসাইন, সাংগঠনিক সম্পাদক কাবির আহমেদ কাব্য,আলো সম্পাদক ( রক্ত) আব্দুর রউফ, আরো উপস্থিত ছিলেন আশেকপুর ইউনিয়ন শাখার সভাপতি শামসুজ্জোহা বাবু, খরনা ইউনিয়ন শাখার সভাপতি আব্দুল করিম ও সাধারন সম্পাদক সাগর আহমেদ প্রমুখ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :