দেড় কোটি টাকা ঋণ নিয়ে পলাতক ওয়াজেদ গ্রেফতার
বগুড়া সদর থানা পুলিশ ঢাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত ৫০ বছর বয়সী পলাতক আসামী ওয়াজেদ হোসেনকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে ঢাকার রামপুরা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ওয়াজেদ বগুড়ার সদর উপজেলার নামুজা ভান্ডারী পাড়ার শাহাদাত হোসেনের ছেলে।
সদর থানা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার ওয়াজেদ ৮ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি। ওয়াজেদ নামুজা বাজারে সার এবং কীটনাশকের ব্যবসা করতেন। এজন্য তিনি বিভিন্ন ব্যাংক এবং প্রতিষ্ঠান থেকে দেড় কোটি টাকা ঋণ নেন। পরবর্তীতে ওয়াজেদ অর্থগুলো আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান। এরপর বিভিন্ন ব্যাংক ও ব্যক্তি তার বিরুদ্ধে আদালতে ৮টি মামলা দায়ের করেন। সেই মামলাগুলোতে ওয়াজেদের ১০ বছরের সাজা হয় পাশাপাশি আদালত তাকে দেড় কোটি টাকা পরিশোধের নির্দেশ দেন।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির আল-আহসান জানান, তথ্যপ্রযুক্তির সাহায্যে ওয়াজেদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বগুড়া সদর থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির আল-আহসান জানান, তথ্যপ্রযুক্তির সাহায্যে ওয়াজেদের অবস্থান শনাক্ত করা হয়। এরপর ঢাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ষ্টাফ রিপোর্টার