সৈয়দপুরে কথাকলি খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
শুক্রবার বিকেলে নীলফামারীর সৈয়দপুরে জাতীয় শিশু কিশোর সংগঠন কথাকলি খেলাঘর আসরের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শহরের সাহেবপাড়াস্থ উদীচীর শিল্পী গোষ্ঠীর নিজস্ব কার্যালয়ে ওই সম্মেলন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শফিউল ইসলাম রঞ্জু’র সভাপতিত্বে সম্মেলনের আলোচনা পর্বে বক্তব্য দেন এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কথাকলি খেলাঘর আসরের কেন্দ্রীয় কমিটির সদস্য সিরাজুল ইসলাম বাবু, বিভাগীয় সমন্বয়ক নুরুল তিন সৈকত, রংপুর জেলা সমন্বয়ক চৌধুরী মাহমুদুন্নবী, ওস্তাদ জান্নাতুল ইসলাম কবির, কথাকলি খেলাঘর আসরের সাবেক সদস্য মুজিবুর রহমান, শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, মোসলেমা সামাদ, ইফফাত জামান কলি প্রমূখ।
এর আগে সম্মেলনের শুরুতেই জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। মোসলেমা সামাদ জাতীয় পতাকা ও বিভাগীয় সমন্বয়ক নুরুল মতিন সৈকত সংগঠনের পতাকা উত্তোলন করেন। পরে পরে সম্মেলনের আলোচনা পর্বের শুরুতেই শোক প্রস্তাব পাঠ করা হয়। শোক প্রস্তাব পাঠ করেন তাহামিন আরিফ লাব্বি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুমার অপু বিশ্বাস।
সম্মেলনে আগামী দুই বছরের জন্য মো. শফিউল ইসলাম রঞ্জুকে সভাপতি এবং মো. মাঈন উদ্দিনকে সাধারণ সম্পাদক করে ২৩ সদস্য বিশিষ্ট কথাকলি খেলাঘর আসর সৈয়দপুর উপজেলা শাখার কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: