সৈয়দপুরে রহমতউল্ল্যাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন
নীলফামারীর সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়াস্থ রহমতউল্ল্যাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
রোববার (১ আগস্ট) দুপুরে বিদ্যালয় চত্বরে একটি আম গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন।
এ সময় সৈয়দপুর উপজেলা শিক্ষা অফিসার মো. শাহ্জাহান মন্ডল, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রুহুল আমিন প্রধান, রহমতউল্ল্যাহ্ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাফিজা খাতুনসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।