প্রকাশিত : ২ আগস্ট, ২০২২ ১৩:০১

পঞ্চগড়ে শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচি শুরু

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে শোকাবহ আগস্ট স্মরণে মাসব্যাপী কর্মসূচি শুরু

শোকাবহ আগষ্টে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানসহ তাঁর পরিবারের সকল শহীদদের স্মরণে পঞ্চগড়ে মাসব্যাপী কর্মসূচি শুরু হয়েছে। পঞ্চগড় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা এই কর্মসূচি শুরু করেছেন। আগষ্টের প্রথম দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কনিষ্ঠপুত্র সদস্য শেখ রাসেলের স্মরণসভার মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা করেন। 

সোমবার বিকেলে পঞ্চগড় জেলা পরিষদ প্রাঙ্গনে অবস্থিত বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়। এসময় জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা, পঞ্চগড় পৌরসভার কাউন্সিলর হাসনাত হামিদুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।  

এদিকে জেলার সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে শেখ রাসেলসহ সকল শহীদদের স্মরণে স্মরণ সভা ও দোয়া মহফিল অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ধাক্কামারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি নুরুল ইসলাম মাস্টার, ই্উনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইফুল ইসলাম দুলাল, ইউপি সদস্য মহসেনা বেগম প্রমুখ বক্তব্য রাখেন। 

জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা বলেন,“পৃথিবীর ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ড ১৫ আগস্ট। শোকাবহ আগস্ট উপলক্ষে আমরা মাসব্যাপী কর্মসূচিতে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের প্রত্যেক সদস্যদের স্মরণে প্রতিদিন স্মরণসভার আয়োজন করা হবে। আজ শোকাবহ আগস্টের প্রথমদিন বিশেষ করে স্মরণ করছি বঙ্গবন্ধু’র কনিষ্ঠপুত্র শেখ রাসেলকে। 

 

উপরে