প্রকাশিত : ৪ আগস্ট, ২০২২ ১৫:৫৩

সাপাহারে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন

সাপাহার নওগাঁ প্রতিনিধিঃ
সাপাহারে বজ্র নিরোধক যন্ত্র স্থাপন
নওগাঁর সাপাহারে ৩টি বজ্রপাত নিরোধক দণ্ড, বজ্র নিরোধক যন্ত্র (Lighting Arrester) স্থাপন করা হয়েছে। 
 
বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে জবই ব্রিজের পূর্ব পাশে,করমুডাঙ্গা বলদীয়া ঘাট ব্রিজের কামাশপুর গ্রামের পশ্চিম পাশে ও মাশনাতলা ব্রিজের পূর্ব পাশে বজ্র নিরোধক যন্ত্র স্থাপনের  উদ্বোধন সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন, সহকারী কমিশনার ভূমি শারমিন জাহান লুনা ও  প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী খাদিজা আক্তার সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচার ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
 
বর্ষা মানেই ঝড়-বৃষ্টি ও বজ্রপাতের খেলা। বর্ষার বজ্রঘাতে প্রতিবছর প্রকৃতিতে বিরূপ প্রভাব ফেলে। ঘটছে প্রাণহানির ঘটনা। বজ্রপাত থেকে মানুষ ও পশুর প্রাণহানি ও আহতের সংখ্যা কমাতে আওয়ামীলীগ সরকারের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উপজেলা বাসি।
 
উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন জানান কেন্দ্র থেকে ৩০০ ফিট ব্যাসার্ধের মধ্যে বজ্রপাতকে প্রতিহত করবে এই যন্ত্র। যার ফলে এই উপজেলায় বজ্রপাত হতে রেহাই পাবে মানুষও পশুপাখি।
উপরে