প্রকাশিত : ৫ আগস্ট, ২০২২ ২০:১৭

বানারীপাড়ায় শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত

বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বানারীপাড়ায় শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত
বরিশালের বানারীপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
 
শুক্রবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপন কুমার সাহার সভাপতিত্বে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা ও পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
 
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বানারীপাড়ার পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস-চেয়ারম্যান নুরুল হুদা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম সালেহ্ মঞ্জু মোল্লা, পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুণ্ডু প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
 
আলোচনা শেষে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ফলদ বৃক্ষের চারা বিতরণ করা হয়।
উপরে