পার্বতীপুরে শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন
দিনাজপুরের পার্বতীপুরে স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (৫ আগষ্ট) পার্বতীপুর উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জন্মবার্ষিকী উদযাপন করে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসন, পার্বতীপুর, দিনাজপুর কর্তৃক আয়োজিত বিভিন্ন কর্মসূচীর মধ্যে ছিল শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,দোয়া মাহফিল,বিশেষ ক্রোড়পত্র প্রকাশ ও দৃষ্টি নন্দন ব্যানার প্রদর্শন। সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল, সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল মোমিনীন মোমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ আমজাদ হোসেন,ভবানীপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ মবিদুল ইসলাম প্রমুখ।

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ