প্রকাশিত : ৬ আগস্ট, ২০২২ ২১:৪১

শিগবঞ্জ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি সভা অনুষ্ঠিত

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
শিগবঞ্জ উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি সভা অনুষ্ঠিত

বগুড়ার শিবগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার উম্মে কুলসুম সম্পার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মুজাহিদ সরকার, বগুড়া জেলা বাংলাদেশ ফার্টিলাইজার এ্যাসোসিয়েশন এর সাধারন সম্পাদক আলমগীর হোসেন, শিবগঞ্জ উপজেলা সভাপতি মোঃ ওহিদুল আনোয়ার  রুবেল, সাধারন সম্পাদক ফজলে রাব্বী, সার ডিলার মোস্তাফিজুর রহমান, রাসেল প্রামানিক, আব্দুল বারী, মোত্তাসিন বিল্লাহ, মিজানুর রহমান, শ্রী অদৈত চন্দ মহন্ত, আব্দুস ছবুর, নাজমুল হক। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা বলেন, আকস্মিক সারের মূল্য বৃদ্ধি পাওয়ায় পূর্বের মজুদকৃত সার নির্ধারিত মূল্যে বাজার জাত করার লক্ষ্যে নির্দেশনা প্রদান করা হয় এবং সরকার নির্ধাতি মূল্যের শুধু মাত্র ইউরিয়া সার বর্ধিত দামে নতুন চালান প্রাপ্তি সাপেক্ষে বিক্রয় করার নির্দেশ প্রদান করা হয়। এই সিদ্ধান্ত অমান্যকারীদের বিরুদ্ধে উপজেলা সার ও বীজ বিক্রয়  মনিটরিং কমিটির সিদ্ধান্ত  মোতাবেক নিয়ম অমান্য করলে বাজার মনিটিং করে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভ্রাম্যান আদালত পরিচালনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন, বর্তমান সময়ে সারের কোন ঘাটতি নেই। বর্তমানে আগস্ট ও সেপ্টেম্বর রোপা মৌসুমে শিবগঞ্জ উপজেলায় ৯শত ১০ টন সার বরাদ্দ পাওয়া গেছে। এই সার সরকার নির্ধারিত মূল্যে অনুমোদিত ডিলারের মাধ্যমে কৃষকদের কাছে বিক্রয় করার নির্দেশনা দেওয়া হয়েছে।  

 

উপরে