প্রকাশিত : ৬ আগস্ট, ২০২২ ২১:৪৭

পঞ্চগড়ে সোনালী ব্যাংকের ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে সোনালী ব্যাংকের ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ

বৈধ চ্যানেলে বিদেশ থেকে টাকা আনতে গ্রাহকদের উদ্বুদ্ধ করতে পঞ্চগড়ে ফরেন রেমিটেন্স গ্রাহক সমাবেশ করেছে সোনালী ব্যাংক।

শনিবার দুপুরে সোনালী ব্যাংক পঞ্চগড় শাখায় ওই সমাবেশে রেমিটেন্স যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের সম্মাননা ও শুভেচ্ছা উপহার তুলে দেয়া হয়েছে। অনুষ্ঠানে সোনালী ব্যাংক ঠাকুরগাঁও প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. হাশমত আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোনালী ব্যাংক পঞ্চগড় শাখার ব্যবস্থাপক রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট  জেনারেল ম্যানেজার এ কে এম মতিয়ার রহমানসহ বিভিন্ন শাখার কর্মকর্তা, রেমিটেন্স পাঠানো যোদ্ধা ও পরিবারের সদস্য, গণমাধ্যমকর্মীসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠানো তিন জনের হাতে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিবৃন্দ। 

এর আগে জেলা শহরের হাজী ছফিরউদ্দীন আহম্মদ গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইনে বেতন, ভর্তি ফি, পরীক্ষা ফিসহ বিভিন্ন চার্জ আদায় কার্যক্রমের জন্য প্রতিষ্ঠান প্রধানদের সাথে আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করে ব্যাংক কর্তৃপক্ষ। 

 

উপরে