প্রকাশিত : ৮ আগস্ট, ২০২২ ২১:৩৮

শাজাহানপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
শাজাহানপুরে বঙ্গমাতার জন্মবার্ষিকী পালিত

বগুড়ার শাজাহানপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের ৯২তম জন্মবার্ষিকী নানা আয়োজনে মধ্যে দিয়ে পালিত হয়েছে। 

সোমবার  সকাল  ৯টায় উপজেলা প্রশাসনের আয়োজনের পরিষদে বঙ্গমাতার অস্থায়ী প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন,আলোচনা সভা,কেক কর্তন, সেলাই মেশিন বিতরণ ও দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীদের অনুদানের চেক বিতরণ করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি আশিক খান, থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী, সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম,মুক্তিযোদ্ধা লিয়াকত আলী।

আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জিয়াউল হক জুয়েল,উপজেলা ছাত্র লীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মোতারব হোসেন,উপজেলাসমাজসেবা কর্মকর্তা আরিফুল ইসলাম ,উপজেলা কৃষি কর্মকর্তা নূরে আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান,উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদ হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, উপজেলা শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান সহ বিভিন্ন দপ্তর কর্মকর্তা,সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

অন্যদিকে উপজেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে ইসলামিক ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করা হয়

উপরে