প্রকাশিত : ১১ আগস্ট, ২০২২ ২০:৫২

বগুড়ায় কলেজ থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

ষ্টাফ রিপোর্টার
বগুড়ায় কলেজ থিয়েটারের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

তারুণ্যের জয়রথে কলেজ থিয়েটার বগুড়া এর ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ও জাতীয় শোক দিবস উপলক্ষে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। 

এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে সরকারি আজিজুল হক কলেজ ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে বৃক্ষরোপণ অভিযানের উদ্বোধন করেন সরকারি আজিজুল হক কলেজের শিক্ষক মিলনায়তন পরিষদের সাধারণ সম্পাদক ও গণিত এর বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মাহতাব হোসেন মন্ডল ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সভাপতি নাট্য ব্যক্তিত্ব তৌফিক হাসান ময়না।

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিনিয়র সহ সভাপতি লায়ন আতিকুর রহমান মিঠু, সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. বেলাল হোসেন, সরকারি আজিজুল হক কলেজ বগুড়ার সহযোগী অধ্যাপক (ইংরেজি বিভাগ) মোঃ মতিয়ার রহমান সাজু, বগুড়া সরকারি মজিবুর রহমান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক দেবদুলাল দাস, সহযোগী অধ্যাপক মোস্তফা আহাদ তালুকদার (বাংলা বিভাগ), মোঃ শাফিউল আলম (বাংলা বিভাগ), মোঃ আবু হেনা মোস্তাফিজুর রহমান ভুইয়া (অর্থনীতি বিভাগ), মোঃ গোলজার হোসেন (ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ), সহযোগী অধ্যাপক মোঃ মিজানুর রহমান (রসায়ন বিভাগ), সহযোগী অধ্যাপক মোছাঃ শার্মিলা তানজিন লিজা, (ব্যাবস্থাপনা বিভাগ), কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয়, নাট্যকর্মী বিশাল চাকী, পিয়াস চন্দ্র বর্মন, মেহেদী, সিফাত, প্রথমা কুন্ডু, রাকি, রাফিউলসহ বিভিন্ন  কলেজের নাট্যকর্মীরা। কলেজ থিয়েটার এর ৩৮ বছর উদযাপন উপলক্ষে ৩৮ টি  করেজে এবার বৃক্ষ রোপণ করা হবে পর্যায়ক্রমে।

উপরে