প্রকাশিত : ১১ আগস্ট, ২০২২ ২১:২৯

নন্দীগ্রামে শ্রেষ্ঠ স্কুল ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শহিদুল ইসলাম

নন্দীগ্রাম(বগুড়া)প্রতিনিধিঃ
নন্দীগ্রামে শ্রেষ্ঠ স্কুল ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক শহিদুল ইসলাম

নন্দীগ্রামে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্কুল ঐতহ্যবাহী ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয় ও শ্রেষ্ঠ শিক্ষকের মর্যাদায় ভূষিত হয়েছেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম।

প্রাপ্ত তথ্য জানা গেছে, নন্দীগ্রাম উপেজলার ঐতহ্যবাহী ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ২০১৮ সালের ন্যায় এ বছরও জাতীয় শিক্ষা সপ্তাহ ও বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় এবারো শ্রেষ্ট প্রধান শিক্ষকের মর্যাদায় ভূষিত হয়েছেন, উপজেলার ভাটরা খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, ও শ্রেষ্ঠ শিক্ষার্থী খেতাবে ভূষিত হয়েছে দশম শ্রেণীর শিক্ষার্থী আফরিন মৌ, এ ছাড়াও আফরিন মৌ, সুমাইয়া ও আশিফা, আনজুম তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে উপজেলায় সর্বোচ্চ পুরস্কারের কৃতিত্ব অর্জন করে।
 

(গত ১০ আগষ্ট) বুধবার সকাল ১০ টায় এ সম্মাননা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আক্তার বানু, মাধ্যমিক শিক্ষা অফিসার  শাহাদত হোসেন প্রাঃ (সহকারী প্রোগ্রামার দেবব্রত চক্রবর্তী,অত্র  বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সকল সদস্য সহ শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি  পরিচালনা করেন, নাসরিন সুলতানা।

উপরে