ফুলবাড়ী সম্মিলিত সাংস্কৃতিক জোট এর কমিটি গঠন
দিনাজপুরের ফুলবাড়ীতে নাজমুল হাসান রতন কে আহব্বায়ক ও আমিনুল ইসলামকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সম্মিলিত সাংস্কৃতিক জোট এর আহব্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
রাত সাড়ে ৮টায় পৌর শহরের দুলাল মার্কটে সম্মিলিত সাংস্কৃতিক জোট এর অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার মধ্য দিয়ে এই কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন রুবেল,বিএস মিউজিক এর সত্বাধিকারী সোহাগ খান, আশিক, হোসেন, বিপুল, নজরুল, শামিম, অনুপ, বিউটি আক্তার, রেজওয়ানা আক্তার অন্তরা, জান্নাত, মৌটুসি, মিলন, স্বপন প্রমুখ।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের কমিটি গঠনের আয়োজিত আলোচনা সভায়, সভাপতিত্ব করেন দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু।
এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর সম্মিলিত সাংস্কৃতিক জোট এর সাধারণ সম্পাদক রহমতুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক সনদ চন্দ্র চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক হারুন উর রশিদ, পাতা সাহিত্য সাংস্কৃতিক পরিষদের ওয়াসিম আহম্মেদ শান্তুু, উপজেলা শিল্পকলা একাডেমির পরিচালক টিভি ও বেতার শিল্পি খালিদ হাসান বকুল প্রমুখ।