হিলিতে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, নাভিশ্বাস ক্রেতাদের
হুহু করে বেড়েয় চলেছে দিনাজপুরের হিলি বাজারে প্রতিটি নিত্যপণ্যের দাম। দাম বাড়ায় দিশেহারা নিম্ন আয়ের মানুষ। হঠাৎ দাম বাড়ার কারণ বলতে পারছেন না ব্যবসায়ীরা।
রোববার (১৪ আগস্ট) সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, এক সপ্তাহের ব্যবধানে প্রতিটি নিত্যপণ্যের মুল্য বেড়ে গেছে। কেজিতে ৫ থেকে ৬ টাকা বৃদ্ধি পেয়েছে চালের দাম। ১৫৫ টাকা লিটারের সোয়াবিন তেল বেড়ে বিক্রি হচ্ছে ১৭০ টাকায়। ৮০ টাকার চিনি আজ ৮৮ টাকা কেজি। ১০০ থেকে ১৫০ টাকা বৃদ্ধি পেয়েছে প্রতিটি মসলার দাম। ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। আবার ৩৮ টাকা হালির ডিম বিক্রি হচ্ছে ৪৬ টাকা হালিতে। ২২ টাকার পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৮ থেকে ৩০ টাকা কেজি দরে। ৬০ টাকার আদার কেজি ৮০ টাকা। এছাড়াও বেড়ে গেছে অন্যান্য জিনিসের দাম। এভাবে হঠাৎ নিত্যপণ্যের দাম বাড়ায় কপালে ভাঁজ পড়েছে সাধারণ ক্রেতাদের।
বাজার খরচ করতে আসা ভ্যান চালক গোলাম রাব্বানী বলেন, আমরা খেটে খাওয়া মানুষ, সারাদিনে কামাই হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা। সংসারে খানেয়ালা ৬ জন। চালের কেজি ৬০ টাকা, আবার সব কিছুর দাম দেখছি বেশি। এই স্বল্প আয়ে সংসারের চাহিদা কিভাবে মিটাবো?
একজন দিনমজুর রাসেল বলেন, আগে যে উপার্জন ছিলো, আজও তাই হচ্ছে। কিন্তু প্রতিটি জিনিসের দাম অনেক। সারাদিন কামাই করে যা নিয়ে বাজারে আসি, সেই অর্থ দিয়ে সংসার খরচ হচ্ছে না।
লুৎফর রহমান একজন সাধারণ ক্রেতা, তিনি বলেন, তেল, চাল, মুরগি, ডিম, চিনি, আটা, আদা-রসুন, পেঁয়াজ সহ সকল পণ্যের দাম অস্বাভাবিক ভাবে বেড়েয় যাচ্ছে। আমরা সাধারণ ক্রেতারা বাজারে এসে বিপাকে পড়ছি এবং সংসারের চাহিদা পুরন করতে হিমশিম খাচ্ছি।
হিলি বাজারের কয়েক জন মুদিব্যবসায়ী বলেন, সপ্তাহ ধরে সব পণ্যই বেশি দামে আমাদের ক্রয় করতে হচ্ছে। যার জন্যই সেই মোতাবেক আমরা নিত্যপণ্য বেচাবিক্রি করছি।

মোসলেম উদ্দিন, হিলি দিনাজপুর প্রতিনিধিঃ