বগুড়া চার্চ বেয়ারার স্বর্গীয় শলোমন টুডুর পরলোকগমন
বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর চার্চ বেয়ারার স্বর্গীয় শলোমন টুডু গত শনিবার সন্ধ্যায় পরলোকগমন করেছেন। মৃত্যুকালে স্ত্রী, ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি বগুড়ার খান্দার এলাকায় বসবাস করতেন। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা
জানিয়েছেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলী ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন জেলার সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী, সাধারণ সম্পাদক আশের মাইকেল বেসরা, কোষাধ্যক্ষ টোনাম সরকার, পালক মি. গিলবার্ট মৃধা, সাবেক পালক প্রধান মি. সৌরভ বিশ্বাসসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া শোক সন্তপ্ত পরিবারের প্রতি আরো সমবেদনা জ্ঞাপন করেছেন বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ্যাডভোকেট বার্নাড তমাল মন্ডল, বগুড়া ওয়াইএমসিএ এর উপদেষ্টা মি. দিলীপ মারান্ডী, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর অধ্যক্ষ ভিভিয়ান রিওন মারান্ডি।
তাঁর মৃত্যুতে বগুড়া খ্রিষ্টিয়ান সমাজ একজন প্রবীণ, সৎ, নিষ্ঠাবান ও ত্যাগি কর্মীকে হারালো।

অনলাইন ডেস্ক