প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২ ১৫:২৬

পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত

যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পঞ্চগড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার সকালে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি, পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা প্রশাসক মো. জহুরুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, পৌর মেয়র জাকিয়া খাতুন, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দল, পঞ্চগড় প্রেসকাবসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন। পরে ১৫ আগস্টের সকল শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। পরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পঞ্চগড় সদর কমান্ডের উদ্যোগে সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আমিরুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুল হক। 

 

উপরে