প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২ ২২:৩৩

নন্দীগ্রামে জাতীয় শোক দিবস পালন

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :
নন্দীগ্রামে জাতীয় শোক দিবস পালন

বগুড়ার নন্দীগ্রামে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হচ্ছে।

কর্মসূচির মধ্যে ছিল সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালোব্যাজ ধারণ।

এ উপলক্ষে সোমবার সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে শোক সভা অনুষ্ঠিত হয়। এছাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে একটি শোক র‌্যালি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিছুর রহমানের সঞ্চনালয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপরে