প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২ ২২:৩৭

বাংলাদেশ খ্রীষ্টিান এসোসিয়েশন বগুড়া'র শোক দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি
বাংলাদেশ খ্রীষ্টিান এসোসিয়েশন বগুড়া'র শোক দিবস পালন

বাংলাদেশ খ্রীষ্টিান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ওয়াইএমসিএ পলবেসরা অডিটোরিয়ামে

সোমবার বিকেলে বিশেষ প্রার্থনা ও আলোচনা সভার আয়োজন করে। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাওয়াটাই ছিল বাংলাদেশ হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। ধর্ম নিরপেক্ষ মানেই ধর্মহীনতা নয়। মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সবাই স্ব-স্ব ধর্ম পালন করবে। ধর্মের নামে রাজনীতি করে রাজাকার, আলবদর পয়দা করা বাংলার বুকে আর চলবে না। সাম্প্রদায়িক রাজনীতি করতে দেয়া হবে না। অসাম্প্রদায়িক চেতনাকে বুকে ধারণ করে এ জাতি বিশ্বের নিকট মাথা উচু করে দাড়াবে এটিই ছিল বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধু নেই কিন্তু তাঁর অপরাজেয় আদর্শ টিকে আছে প্রতিটি বাঙালির হৃদয়ে। স্বাধিকার সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ফলে বাঙালি জাতি, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু সমার্থক শব্দে পরিণত হয়েছে।  এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন বগুড়া জেলা শাখার সহসভাপতি রেভা: জন আগস্টিন বিশ্বাস, সাধারণ সম্পাদক মিসেস ছবি বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মার্গারেট বন্দনা জুঁই, আইন বিষয়ক সম্পাদক এ্যাড.বার্নাড তমাল মন্ডল, মহিলা বিষয় সম্পাদক ডা. রীটা মন্ডল, উপদেষ্টা পালক সৌরভ বিশ্বাস, কোষাধ্যক্ষ টোনাম সরকার, ড. ডেভিড রিন্টুদাস, ডা: সুদীপ্ত দেওয়ারীসহ প্রমুখ। আলোচনা সভাটি সঞ্চালনায় ছিলেন দপ্তর জনসংযোগ সম্পাদক ম্ইাকেল আশের বেসরা।

 

উপরে