প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২ ২২:৪০

পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ
পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন

দিনাজপুরের পার্বতীপুরে ১৫ আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষীকিতে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে  যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপিত হয়েছে।

পার্বতীপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শোক দিবসের বিভিন্ন কর্মসূচীর মধ্য ছিল,জাতীয় পতাকা অর্ধনমিত,ফ্রি ব্লাড গ্রুপিং,ডায়াবেটিস পরীক্ষা, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রেলী,আলোচনা সভা,পুরস্কার বিতরণ ও বিশেষ দোয়া।

১৫ আগষ্ট  সকালে জাতীয় পতাকা অর্ধনমিত রেখে দিবসের কার্যক্রম শুরু হয়। সকাল ৯ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সেখান থেকে শহরের কেন্দ্র স্থলে  উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অবস্থিত জাতীর জনকের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর শোক রেলি শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। এ ছাড়াও ধর্মীয় প্রতিষ্ঠান সমুহে বিশেষ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ফিজার এমপি, সাবেক মন্ত্রী,সভাপতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিক, চেয়ারম্যান  উপজেলা পরিষদ, মুহাম্মদ ইসমাঈল, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ আমজাদ হোসেন, সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ,প্রীতম সাহা,(সিনিয়র সহকারী সচিব) সহকারী কমিশনার (ভূমি), মোঃ আমিরুল মোমিনীন মোমিন, উপজেলা ভাইস চেয়ারম্যান,রোখসানা বারী রুকু, উপজেলা মহিল ভাইস চেয়ারম্যান প্রমুখ।

এ ছাড়াও দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা হেলথ কমপ্লেক্স,বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড সহ বিভিন্ন প্রতিষ্ঠান আলাদা আলাদা কর্মসূচীর আয়োজন করে।

উপরে