প্রকাশিত : ১৫ আগস্ট, ২০২২ ২২:৪৪

বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের জাতীয় শোক দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি
বগুড়া ওয়াইএমসিএ শিক্ষা প্রতিষ্ঠানদ্বয়ের জাতীয় শোক দিবস পালন

বগুড়া ওয়াইএমসিএ পাবলিক স্কুল এন্ড কলেজ এবং বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট এর যৌথ আয়োজনে সোমবার দিনব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানের পলবেসরা অডিটোরিয়ামে চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, দোয়া মাহফিল, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভা শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া ওয়াইএমসিএ’র সভাপতি ও শিক্ষা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এ্যাড. বার্নাড তমাল মন্ডল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা মানেই ইতিহাসের এক কলংকিত কালো দিন। ঘাতক খুনিরা এদিন জাতির পিতাকে হত্যা করার পর আঁধারে ছেঁয়ে গিয়েছিল দেশ। এদেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল। প্রতিবারের মতো এবারও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎ বার্ষিকী গোটা বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে পালন করছে। মহাকালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিবর্গ যাঁরা মানবের জন্য জীবন উৎসর্গ করেছেন যেমন সক্রেটিস, জোয়ান অব আর্ক, লিংকন, গান্ধী, মার্টিন লুথার কিং এদেরই নামের তালিকায় আরেকটি উজ্জ্বল নাম সেদিন যুক্ত হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ উজ্জ্বল নামটি হচ্ছে বিশ্বাস, চেতনা ও আত্ম উপলব্ধি। এছাড়া অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বগুড়া ওয়াইএমসিএ’র সহসভাপতি মি: সৌরভ বিশ্বাস, মনিটরিং এন্ড ইভেলুয়েশন কর্মকর্তা কাজী নাজনীন জাহান, বগুড়া ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট উপাধ্যক্ষ আই.এন.এম. মাহবুবুল ইসলামসহ প্রমুখ।

শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিষয় ভিত্তিক চিত্রাংকনে অংশ নেয়। বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। শিক্ষা প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ আশের মাইকেল বেসরার উপস্থাপনায় দোয়া পরিচালনা করে সহকারী শিক্ষক আবু হাসান সিদ্দিকী।

 

উপরে