প্রকাশিত : ১৬ আগস্ট, ২০২২ ১৬:০৮

আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন নানা আয়োজনে পালন করে জাতীয় শোক দিবস

প্রেস বিজ্ঞপ্তি
আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন নানা আয়োজনে পালন করে জাতীয় শোক দিবস

জাতির পিতা ছোট বেলা হতেই মানব দরদী ছিলেন। প্রাইমারি স্কুলে পড়ার সময় অভাবী মানুষগুলো তাঁর নিকট আসলে তিনি তাঁর বাবার গোলা হতে ধান, চাল দিয়ে সহযোগিতা করতেন। বিশেষ করে ছিন্ন বস্ত্র পরিহিতদের নিজের জামা হাতে তুলে দিতেন। মানবিক গুনাবলি বাড়তে বাড়তে তিঁনি একসময় সমগ্র বিশ্বের নির্যাতিত-নিপীড়িত মানুষের অন্যতম শ্রেষ্ঠ নেতা হিসেবে স্বীকৃতি পান। এ মহান নেতাকে সপরিবারে হত্যা মানেই ইতিহাসের এক কলঙ্কিত কালো দিন। ঘাতক খুনিরা এ দিন জাতির পিতাকে হত্যা করার পর আঁধারে ছেঁয়ে গিয়েছিল দেশ। এ দেশের স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল। তিনি চেয়েছিলেন বাংলাদেশ হবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। ধর্মনিরপেক্ষ মানেই ধর্মহীনতা নয়। মুসলমান, হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ সবাই স্ব-স্ব ধর্ম শান্তিপ্রিয়ভাবে পালন করবে। অসাম্প্রসায়িক চেতনাকে ধারন করে এ জাতি বিশ্বের নিকট মাথা উঁচু করে দাঁড়াবে। এটি ছিল বঙ্গবন্ধুর আদর্শ। বঙ্গবন্ধু নেই কিন্তু তাঁর অপরাজেয় আদর্শ টিকে আছে প্রতিটি বাঙালির হৃদয়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে আকবরিয়া কেয়ার ফাউন্ডেশন নানা কর্মসূচী পালনকালে আলোচনায় এ কথাগুলো আলোকপাত হয়। এছাড়া দুস্থ, ছিন্নমূল ও এতিম পথশিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়। 

এতে অংশ নেন আকবরিয়া কেয়ার ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য ইকবাল নুর শুভ, আদনানুল ইসলাম, আকবরিয়া লিমিটেডের পক্ষে হেড অব সেলস রমজান হোসেন, বিজনেস হেড শরিফুল ইসলাম, ডিজিএম জিল্লুর রহমান, আলমগীর হোসেন, শামীম তালুকদার, এইচ আর আনোয়ারুল হক, সহকারি ইউনুস আলী বাবুল, আইটি কর্মকর্তা মেজবাহুর রহমান, সিনিয়র কর্মকর্তা এডমিন আখেনুর ইসলাম রাসেলসহ প্রমুখ। 

উপরে