সৈয়দপুরে যাত্রীবাহী বাস থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১
নীলফামারীর সৈয়দপুরে দূরপাল্লার একটি বাস থেকে চার কেজি ওজনের গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সকাল পৌণে নয়টায় সৈয়দপুর শহরের উপকন্ঠে কামারপুকুর নামক এলাকায় এক অভিযান চালিয়ে উল্লিখিত পরিমাণ গাঁজাসহ বাস যাত্রী জাহাঙ্গীর আলমকে (৩০) গ্রেপ্তার করে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ ঘটনায় সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
মামলায় উল্লেখ করা হয়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার বাস (নম্বর: ঢাকামেট্টো-ব-১৫-০৬৭১) পঞ্চগড়ের অভিমুখে যাচ্ছিল। সকাল আনুমানিক পৌণে ৯ টার দিকে বাসটি সৈয়দপুর শহরের উপকন্ঠে সৈয়দপুর - রংপুর মহাসড়কের কামারপুকুর নামক এলাকায় পৌঁছে। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিফ উদ্দিনের উপস্থিতিতে এবং পরিদর্শক মো. শফিকুল ইসলামের নেতৃত্বে একটি আভিযানিক দলের সদস্যরা উল্লিখিত স্থানে বাসটিকে সংকেত দিয়ে থামায়। এরপর সেখানে বাসটিতে তল্লাশিকালে বাসটির এইচ-৪ নম্বর যাত্রীসিটে বসা যাত্রী জাহাঙ্গীর আলমের পায়ের কাছে একটি ট্রাভেল ব্যাগের ভেতরে পলিকাগজে ও স্কচটেপ দিয়ে মোড়ানো দুইটি পোটলা পান। পরে সেখানে পোটলা দুইটি খুলে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় এক লাখ ৬০ হাজার টাকা। এ সময় এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে দূরপাল্লার বাসটির যাত্রী ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী সোপড়া এলাকার আব্দুল আজিজের ছেলে জাহাঙ্গীর আলমকে আটক করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের পরিদর্শক মো. শফিকুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের করেন।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. মফিজুল হক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে গাঁজা উদ্ধার ও দায়েরকৃত মামলার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি