নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতের ২০ হাজার টাকা জরিমানা
বগুড়ার নন্দীগ্রামে শিমলা বাজারে চৌধুরী ফিলিং ষ্টেশনে তেল বিক্রিতে ওজনে কম দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি, মূল্যতালিকা প্রদর্শন না করায় ও ওজনে কম দেয়ায় ভোক্তা অধিকার ও সংরক্ষণ আইনে সাকিব হোটেলকে ১০ হাজার টাকা ও ভাই-বোন হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ আগস্ট) বেলা দুইটায় উপজলো নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট শিফা নুসরাত এ ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি :