শাজাহানপুরে মৎস্য চাষীদের সচেতনতা সভা
বগুড়ার শাজাহানপুরে রাজশাহী বিভাগের মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মাঠ পর্যায়ে মৎস্য চাষীদের সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপরে আমরুল ইউনিয়নে উপজেলা মৎস্য অফিসারের কার্যালয়ের সার্বিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা নির্বাহী অফিসার আসিফ আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা মৎস্য অফিসার সরকার আনোয়ারুল কবীর আহম্মেদ।
এছাড়া উপস্থিত ছিলেন আমরুল ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাইফুল ইসলাম বিমান,উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন,আমরুল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মৎস্য চাষী সানাউল হক,আওয়ামী লীগ নেতা মনিরুল ইসলাম সহ গণমাধ্যম কর্মীগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মৎস্যচাষীগণ ও স্থানীয় মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যগণ।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :