সৈয়দপুরে অসহায় গরীব ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স ক্লাব ঢাকা লালবাগের উদ্যোগে এক শ' অসহায় গরীব ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শহরের বিমানবন্দর রোডের ইকু হেরিটেজ হোটেল এন্ড রিসোর্টের হলরুমে আনুষ্ঠানিকভাবে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন। বিশেষ অতিথি ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম হুসাইন, ইকু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক ও সাংবাদিক এম আর আলম ঝন্টু।
লায়ন্স ক্লাব অব ঢাকা লালবাগ এর ভাইস প্রেসিডেন্ট লায়ন মো. মিজানুল হক প্রিন্সের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মেম্বার সেক্রেটারি লায়ন এ আর রকি, সৈয়দপুর ব্র্যাঞ্চ সেক্রেটারি লায়ন মো. ইরফান আলম ইকু, ট্রেজারার লায়ন ইমতিয়াজসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ওই দিন অনুষ্ঠানে শহরের এক শ' অসহায়, দুস্থ মানুুষের মাঝে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণকৃত খাদ্য সামগ্রী’র মধ্যে রয়েছে চাল, ডাল, তেল, চিনি ও চিড়া।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: