চট্টগ্রামের পটিয়ায় ছেলের গুলিতে মায়ের মৃত্যু, অস্ত্রসহ ছেলে গ্রেফতার
চট্টগ্রামের পটিয়ায় ছেলের গুলিতে মায়ের মৃত্যুর ঘটনায় ঘাতক ছেলে মাইনুলকে গ্রেফতার করেছে র্যাব। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ওই অস্ত্রটিও উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) নূরুল আবছার।
তিনি বলেন, গত মঙ্গলবার দুপুরে পটিয়ার সাবেক মেয়র শামসুল আলম মাস্টারের স্ত্রী নিজ সন্তানের গুলিতে নিহত হয়েছেন। হত্যায় ব্যবহৃত অস্ত্রসহ ঘাতক ছেলে র্যাব-৭ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।
এবিষয়ে দুপুর দেড়টার দিকে চান্দগাঁও ক্যাম্পে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুৃরে ধরবেন র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্লেন এম এ ইউসুফ।
এর আগে, ঘটনার দিন ঘাতক মাইনুলকে আসামি করেছে মাকে হত্যার ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করেন বোন শায়লা শারমিন নিপা।

অনলাইন ডেস্ক