লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত
লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের উদ্যোগে দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৮ আগস্ট) লায়ন্স স্কুল এন্ড কলেজ মিলনায়তনে ওই ক্যাম্পের আয়োজন করা হয়।
সকালে ফ্রি হার্ট ক্যাম্পে আগত রোগীর হাতে তাদের সিরিয়ালের টোকেন তুলে দিয়ে এর শুভ উদ্বোধন করেন লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রংপুর বিভাগীয় কো-অর্ডিনেটর ও সৈয়দপুর লায়ন্স স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান লায়ন মো. রেয়াজুল আলম রাজু এমজেএফ।
এ সময় লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মো. আব্দুল মান্নান, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি ও লায়ন্স স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) লায়ন মো. সফিয়ার রহমান সরকার, ট্রেজারার লায়ন মো. মশিউজ্জামান শৈবাল, লায়ন শফিউল আলম সাজু, লায়ন মো. সাজ্জাদ হোসেন, লায়ন আজিজুল হক, লায়ন মোশাররফ হোসেনসহ অন্যান্য লায়ন সদস্যরা উপস্থিত ছিলেন।
রংপুর কমিউনিটি মেডিক্যাল কলেজের হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. মো. নজরুল ইসলামের নেতৃত্বে ডা. শরীফুজ্জামান নবীন, ডা. এস. এম জাওয়াদ জাহাঙ্গীর রিকি, ডা. পলাশ, ডা. কাজী মেহজাকীন আফরোজ ফ্রি হার্ট ক্যাম্পে হৃদ রোগ বিষয়ে পরামর্শ ও চিকিৎসা সেবা প্রদান করেন।
পপুলার ফার্মাসিউটিক্যালস্ লিমিটেডের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী ফ্রি হার্ট ক্যাম্পে আগত রোগীদের ইসিজিসহ অন্যান্য পরীক্ষানিরীক্ষা শেষে প্রায় দেড় শতাধিক রোগীকে হৃদরোগ বিষয়ে পরামর্শ ও চিকিৎসা সেবা দেয়া হয়েছে।
লায়ন্স ক্লাব অব সৈয়দপুর এর সভাপতি লায়ন মো. সফিয়ার রহমান সরকার জানান, লায়ন্স ক্লাবস্ ইন্টারন্যাশনাল জেলা ৩১৫ এ ২ বাংলাদেশ এর মাননীয় গভর্ণরের এবারের ডাক “মানবতায় সমাজ গড়ি ” শ্লোগানকে সামনে রেখে লায়ন্স ক্লাবগুলো আত্মমানবতার সেবায় বিভিন্ন ধরনের কর্মকান্ড করে আসছে। এর ধারাবাহিকতায় লায়ন্স ক্লাব অব সৈয়দপুর ওই ফ্রি হার্ট ক্যাম্পের আয়োজন করে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি