বগুড়ার শেরপুরে নানা আয়োজনে জন্মাষ্টমী উৎসব উদযাপিত
বগুড়ার শেরপুরে নানা আয়োজনে শ্রী-কৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে শুক্রবার (১৯আগস্ট) বেলা এগারোটায় শহরের জগন্নাথ মন্দির প্রাঙণ থেকে একটি বিশাল মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। এতে হিন্দু সম্প্রদায়ের হাজারো নারী-পুরুষ অংশ নেন। বর্ণিল ওই শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে জন্মাষ্টমীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ¦ হাবিবর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলাম, শেরপুর পৌরসভার মেয়র জানে আলম খোকা, সাবেক মেয়র স্বাধীন কুমার কুণ্ডু, শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান খোন্দকার।
এছাড়া অন্যদের মধ্যে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. বিপ্লব কুমার বর্মন, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সংগ্রাম কুণ্ড, স্থানীয় হিন্দু মহাজোটের নেতা অন্তত কুমার, জগন্নাথ মন্দির কমিটির নেতা প্রদীপ কুণ্ডু, প্রকাশ সরকার, পৌর কাউন্সিলর সৌমেন্দ্র নাথ ঠাকুর শ্যাম, চন্দন দাস রিংকু প্রমূখ বক্তব্য রাখেন।
এদিকে শ্রী-কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকেই জগন্নাথ মন্দিরে ধর্মীয় আলোচনা, পূর্জা-অর্চনা, বিশ^ শান্তি কল্পে বিশেষ প্রার্থনা এবং ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া বিকেলে উৎসবকে ঘিরে কবিতা আবৃত্তি, গীতা পাঠ ও নারীদের শঙধ্বনি প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে এসব ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিরা।

শেরপুর (বগুড়া) প্রতিনিধি