বগুড়ায় নাট্যচার্য সেলিম আল দীন’র জন্মবার্ষিকী পালন
বাংলা নাটকের প্রাণপুরুষ নাট্যচার্য সেলিম আল দীন এর ৭৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
বগুড়া থিয়েটার, কলেজ থিয়েটার, ভোর হলো ও লিটল থিয়েটারের আয়োজনে জন্মবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন বগুড়া থিয়েটারের সহ সভাপতি প্রদীপ ভট্টাচার্য্য শংকর।
বৃহস্পতিবার রাতে বগুড়া থিয়েটার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রবীন্দ্রসঙ্গিত সম্মিলন পরিষদ বগুড়ার সাধারণ সম্পাদক অমরেশ মূখার্জ্জি, বগুড়া নাট্যদলের সভাপতি মীর্জা আহছানুল হক দুলাল, বগুড়া থিয়েটারের নাট্যকর্মী নজরুল ইসলাম।
সভায় সেলিম আল দীনের উপর নিবেদিত কবিতা আবৃত্তি করেন বগুড়া সম্মিলিত সাংস্কৃতিক জোটের দপ্তর সম্পাদক এইচ আলিম ও প্রচার সম্পাদক লুবনা জাহান। কলেজ থিয়েটারের আহবায়ক রবিউল করিম হৃদয় এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বগুড়া থিয়েটারের সিনিয়র নাট্যকর্মী ফারুক হোসেন, শাহাদৎ হোসেন, জাকিউল ইসলাম সবুজ। সঙ্গিত পরিবেশন করেন সানোয়ার হোসেন ছানা, মিমি হাসান, মন্দ্রিতা, হাসি, সোবহানী বাপ্পী, মেহেদী হাসান, সবুজ চন্দ্রসহ নাট্যকর্মীরা।
সভায় বক্তারা বলেন, নাট্যচার্য সেলিম আল দীন ছিলেন বাংলা নাটকের প্রাণ পুরুষ। তার নাটকে সাধারণ মানুষের কথা উঠে এসেছে। অসংখ্য কালজয়ী নাটক রচনা করে তিনি দেশে ও বিদেশে সুনাম কুঁড়িয়েছেন। তিনি যতদিন বেঁচে ছিলেন বাংলা নাটকের জন্য কাজ করে গেছেন। সভায় সেলিম আল দীনের নাট্যজীবন, কর্মময় জীবন, বগুড়ায় আগমনসহ গ্রাম থিয়েটার প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভার শুরুতে ১৫ আগস্ট শোক দিবস উফলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে নাট্যচার্য সেলিম আল দীন এর প্রতিকৃতিতেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

ষ্টাফ রিপোর্টার