বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর দুইদিনব্যাপী আত্মিক উদ্দীপনা সভা
বৃহস্পতিবার ও শুক্রবার দুইদিন ব্যাপী বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর আত্মিক উদ্দীপনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সভাপতি অধ্যক্ষ রবার্ট রবিন মারান্ডী।
মুখ্যবক্তা হিসেবে অংশ নেন ইম্মানুয়েল ব্যাপ্টিস্ট চার্চ ঢাকা এর প্রাক্তন সিনিয়র পাস্টর রেভা: বায়রন পি বনিক, গিদিয়োন বাংলাদেশ এর পরিচালক পাস্টর তেনজিৎ ঘোষ। দুইদিনব্যাপী উদ্দীপনা সভার মূলবচন “ঐ দেখো সেইদিন দেখো তাহা আসিতেছে তোমার পালা উপস্থিত দন্ড পুষ্পিত দর্প বিকশিত হইয়াছে” অর্থাৎ ঈশ্বরের পথে চলতে চলতে যারা বিপথগামী হয়েছে, চুড়ান্ত পর্যায়ে পাপ করেছে। ঈশ্বর তাদেরকে তাৎক্ষণিক শাস্তি দিয়ে ফিরে আসার সুযোগ করে দেয়। তথাপিও তারা ঈশ্বরের পথে না এসে আরো বেশি বেশি পাপে লিপ্ত হইলে পুষ্প ফুটলে যে গন্ধ ছড়ায় পাপাচারে লিপ্ত মানুষের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে তাদের অহংকার বিকশিত হয়। ঈশ্বরের পথে আসার জন্য ঈশ্বর নানাবিধ সুযোগ প্রদান করে থাকে। এ সুযোগকে কাজে লাগাতে না পারলে তাদের জীবনই হয় অভিশপ্ত। তাই ঈশ্বরের পথে ফিরে এসে জীবনকে সার্থক করে তুলতে হবে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর সহসভাপতি ডা: রীটা মন্ডল, সম্পাদক মাইকেল আশের বেসরা, পালক গিলবাট মৃধা সহ প্রমুখ। মহিলা কনভেনর মার্গারেট বন্দনা জুঁই এর পরিচালনায় মহিলা সমিতির পরিচারিকা ছবি বিশ্বাসের সহযোগিতায় আত্মিক উদ্দীপনায় সভায় অংশ নেন কোষাধ্যক্ষ টোনাম সরকারসহ খ্রীষ্ট ভক্তবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি