শাজাহানপুরে মাদলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বগুড়ার শাজাহানপুরে মাদলা যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে সরকারি চাঁচাইতারা মাদলা যুক্ত উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্ট প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি দিলীপ কুমার চৌধুরী সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বাদশা আলমগীর,মাদলা ইউপি সদস্য আব্দুল মজিদ,২১ নং ওয়ার্ড পৌরসভার সভাপতি এস এম আব্দুল বাকী, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াদুদ মকুল,জেলা জাতীয় শ্রমিকলীগের সদস্য মোহাম্মদ আলী,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হাই প্রমুখ।
খেলায় মাদলা লাল একাদশকে ২-১ গোলে সবুজ দলকে হারিয়ে বিজয় হওয়ার গৌরব অর্জন করে।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি: