নন্দীগ্রামে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন
নন্দীগ্রামে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৮ তম জন্মষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে নন্দীগ্রাম উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক শ্রী সুকুমার চন্দ্র সরকার,নন্দীগ্রাম শাখার ব্রাহ্মণ পরিষদের সভাপতি বাবুল চন্দ্র ভট্টাচার্য, সাধারন সম্পাদক বাবু প্রার্থ প্রতিম চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক পবিত্র চন্দ্র মহন্ত, কোষাধক্ষ্য রনজীব কুমার শীল, যুবক্রীড়া সম্পাদক গোবিন্দ্র চন্দ্র রায়, ভারত চন্দ্র সরকার,সচীন্দ্র নাথ সরকার, শ্রী সনজিত মহন্ত প্রমুখ।

নন্দীগ্রাম বগুড়া প্রতিনিধিঃ