লক্ষ্মীপুরে পিকআপের ধাক্কায় শিশুর মৃত্যু
লক্ষ্মীপুরে ছোট্ট শিশু সাইমুন হাসান রনি (৬) বাবার হাত ধরে মাদ্রাসা যাওয়ার পথে ইটভাটার পিকআপের ধাক্কায় মর্মান্তিকভাবে নিহত হয়। ঘটনার সময় প্রাণে বেঁচে যান তার বাবা ও অপর এক শিশু। তার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
শনিবার (২০ আগস্ট) সকালে লক্ষ্মীপুর রামগতি আঞ্চলিক সড়কের মিয়ার বেড়ী এলাকায় 'মায়ের দোয়া ইট ভাটা' নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু সাইমুন হাসান রনি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের (৫নং ওয়ার্ড) চরমনসা গ্রামের মো: হাফেজের ছেলে ও স্থানীয় বাহারুল উলুম মাদ্রাসায় ১ম শ্রেণীর শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে শিশু সাইমুন ও অপর এক শিশুকে নিয়ে তার বাবা মো. হাফেজ দুইজনকে দুই হাত ধরে মাদ্রাসায় যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলে মায়েরদোয়া ইটভাটার একটি মালবাহী পিক-আপ ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভুল সাইটে এসে শিশু সাইমুনকে চাপা দেয়, এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। প্রাণে বেঁচে যান তার বাবা ও অপর শিশু। পিক-আপ ভ্যানটি রাস্তার বাইরে পড়ে যায়। ঢাকা মেট্রো-ড ১১-৩৭৬১। ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. কাওসারু উজ্জামান শিশুর মৃত্যুর বিষয় নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অনলাইন ডেস্ক