বগুড়ায় সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামী ঢাকা থেকে গ্রেফতার
মাদক ও প্রতারণা মামলায় সাজাপ্রাপ্ত দীর্ঘদিন পলাতক থাকা দুই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার রাতে গাজীপুর ও ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, শহরের ফুলবাড়ী মধ্যপাড়া এলাকার মৃত জাহাঙ্গীর হোসেনের ছেলে রঞ্জু হোসেন (৪৫) এবং শহরের বৃন্দাবনপাড়া এলাকার মৃত মোজাম্মেল হক প্রামাণিকের ছেলে আব্দুল লতিফ প্রামানিক (৫৫)।
বগুড়া সদর থানা পুলিশ জানায়, রঞ্জু একজন পেশাদার মাদক ব্যবসায়ী। ২০১৮ সাল থেকে তিনি পলাতক ছিলেন। এর মধ্যে ২০১৯ সালে ১হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তারের মামলায় রঞ্জুর ৫ বছরের কারাদণ্ড হয়। তার বিরুদ্ধে বর্তমানে আদালতে ৬টি মাদক মামলা চলমান আছে।
অপরদিকে লতিফ পেশায় একজন সার্জিক্যাল ব্যবসায়ী ছিলেন। বিভিন্ন ব্যাংক থেকে তিনি ব্যবসায় বিনিয়োগ দেখিয়ে ৭৫ লাখ টাকা আত্মসাৎ করেন। অর্থ ফেরত না পেয়ে তার বিরুদ্ধে ব্যাংকগুলো প্রতারণার মামলা দায়ের করার পর ২০১৭ সাল থেকে তিনি আত্মগোপনে চলে যান। আদালত তাকে প্রতারণার মামলায় ৬ বছরের কারাদণ্ড দিয়েছে।
গ্রেফতারি অভিযানের নেতৃত্বে থাকা বগুড়া সদর থানার এস আই জাকির আল আহসান জানান, গ্রেপ্তার দুইজন দীর্ঘ সময় ধরে পলাতক ছিলেন। জেলা পুলিশ সুপার ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের নির্দেশনায় এবং সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজার নেতৃত্বে তথ্য প্রযুক্তির সহায়তা নিয়ে তাদের গ্রেফতার করা হয়। ওয়ারেন্ট তামিলের এই ইতিবাচক ধারা অব্যাহত রাখারও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ষ্টাফ রিপোর্টার