বগুড়ায় ব্রয়লার মুরগী ও ডিমের বাজারে অভিযান: ৫ ব্যবসায়ীকে জরিমানা
বগুড়া শহরের ব্রয়লার মুরগী ও ডিমের বাজারসহ বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে ৫ জন ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানের সামনে মূল্য তালিকা প্রদর্শন না করা ও কেনাবেচার ভাউচার সংরক্ষণ না করায় তাদের জরিমানা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ৪ জন ডিম ব্যবসায়ী ও এক মুদি দোকানিকে মোট ৯ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
শনিবার দুপুরে এ অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।
অভিযানের তথ্য নিশ্চিত করে সহকারী পরিচালক রিজভী জানান, বগুড়া শহরের রাজাবাজার, ৩ নং রেলগেট ও ফতেহ আলী বাজারের ব্রয়লার মুরগী ও ডিমের বাজারে অভিযান পরিচালনা করা হয়। এসময় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। অভিযানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক