বগুড়ায় যৌন হয়রানি ও সহিংসতা প্রতিরোধে সভা
বগুড়ায় জেলা পরিবহন সেক্টর মালিক,শ্রমিক নেতাদের নিয়ে যৌন হয়রানী ও সহিংসতা প্রতিরোধে করণীয় ভূমিকা শীর্ষক সভা অনুষ্ঠিত হয়েছে।
গ্রাম বিকাশ সংস্থা (জিবিএস) আয়োজনে ইউএন ওমেন ও ক্রিশ্চিয়ান এইড এর সহযোগীতায় গত বুধবার চারমাথা সেঞ্চুরি মোটেল মিলনায়তনে দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
সভাটি পরিচালনা করেন সিজিবিভি প্রকল্পের সমন্বয়কারী (জিবিএস) সোহেলিয়া আকতার।সভায় জেলা মোটর শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল হামিদ মিটুল,সদর থানার এস আই জীবন নেছা,প্রকল্পের প্রজেক্ট অফিসার (জিবিএস) খালেদা ফেরদৌসী সহ মোটর মালিক সমিতির সহ-সভাপতি,কার্যনির্বাহী সদস্য,চালক,চেইনমাষ্টার,হেলপার,সুপারভাইজার,পৌর কাউন্সিল,ট্রাফিক পুলিশ ও পরিবহন নেতারা অংশ গ্রহণ করেন।
উক্ত সভায় বাস টার্মিনাল এর বর্তমান সহিংসতার চিত্র ও সম্ভব্য ঝুঁকি প্রতিরোধে করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
অংশগ্রহণকারী সদস্যগণ নারী বান্ধব বাস টার্মিনালে সুন্দর পরিবেশ তৈরি,মাদক সেবীদের জায়গা উচ্ছেদসহ যৌন হয়রানি প্রতিরোধে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করার প্রতিশ্রূতি প্রদান করেন।

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি :