শিক্ষানগরী সৈয়দপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে নীলফামারীর সৈয়দপুরে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২১ আগস্ট) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল বৃক্ষরোপণ, দেয়াল পত্রিকা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
শহরের পুরাতন বাবুপাড়াস্থ ইন্টারন্যাশনাল স্কুল প্রাঙ্গণে ওই সব কর্মসূচির আয়োজন করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক খুরশিদ জামান কাকন। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সৈয়দপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক শিউলি বেগম, সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক শিহাবুজ্জামান চঞ্চল, সাবর্ডিনেট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিউলি সুলতানা, প্যারাগন কোচিং সেন্টারের পরিচালক মোতাহারুল ইসলাম, মডারেটর মোবারক রাসেল প্রমুখ।
এ সময় শিক্ষানগরী সৈয়দপুরের ক্যাম্পাস এম্বাসেডরদের প্রকাশনায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে দুইটি দেয়াল পত্রিকার প্রদর্শনী করা হয়। এতে সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চিত্রাঙ্কন ও লেখা স্থান পায়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ী ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুলের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জান্নাতী ও সৈয়দপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী শাহলা আঞ্জুমকে পুরষ্কার হিসেবে বই, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। পরিশেষে শিক্ষানগরী সৈয়দপুরের স্বেচ্ছাসেবক প্যানেলের নতুন সদস্যদেরকে বরণ করে নেন অতিথিবৃন্দ।
এর আগে বৃক্ষরোপণের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ মো. শাবাহাত আলী সাব্বু। এ সময় শিক্ষানগরী সৈয়দপুরের এডমিন আহসান হাবিব জনি, স্বেচ্ছাসেবক জহির রায়হান শিশির ও রাজু ইসলাম উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য, শিক্ষা ও জনসচেতনতার লক্ষে ২০১৫ সালের ২১ ই আগস্ট যাত্রা শুরু করা শিক্ষানগরী সৈয়দপুর এখন নীলফামারী জেলার সর্ববৃহৎ ফেসবুক গ্রুপ। বর্তমানে এর মেম্বার সংখ্যা প্রায় ৬০ হাজার। জন্ম লগ্ন থেকেই অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠনটি সৈয়দপুরে বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এরমধ্যে সাময়িকী প্রকাশনা, দেয়াল পত্রিকা প্রদর্শন, উদীয়মান খেলোয়াড়দের সংবর্ধনা, করোনা যোদ্ধাদের সম্মাননা প্রদান অন্যতম। এর বাইরেও শিক্ষানগরী সৈয়দপুরের আয়োজনে অনলাইন ও অফলাইনে সারাবছর গল্প লেখা, চিত্রাঙ্কন, বিতর্ক, ইসলামিক গজল, মোবাইল ফটোগ্রাফি, কবিতা আবৃত্তি সহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে।

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: