কিশোরগঞ্জে বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত
নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদ হলরুমে সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে এ বার্ষিক পুষ্টি কর্ম পরিকল্পনা সভাটি হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আবু সফি মাহমুদ, উপজেলা কৃষি অফিসার মোঃ হাবিবুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোছাম্মৎ সাবিকুন্নাহার, উপজেলা একাডেমিক সুপার ভাইজার হাবিবুল্লাহ, উপজেলা শিক্ষা অফিসার শরিফা আখতার, উপজেলা প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ মফিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাকির হোসেন, কিশোরগঞ্জ ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওর্য়াদী গ্রেনেট বাবু, প্রেসক্লাব আহ্বায়ক আবু হাসান শেখ, কিশোরীগঞ্জ বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম আজম প্রমুখ। এতে পুষ্টি কমিটির সদস্যবৃন্দসহ জানো প্রোগ্রামের কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করে। সভাটি জানো প্রোগ্রামের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি